তোমরা ছিলে হৃদয় মাঝে স্ব আকাশে দাড়িয়ে
আলোকিত হয়ে নতুবা শোভা ছড়িয়ে
নতুবা চোখ ধাঁধানো মন রাংগিয়ে
তোমরা এসেছিলে সবুজ-শ্যামল হয়ে।।
আজ তোমরা বিদায় প্রান্তে দাঁড়িয়ে
শুকনো জীর্ণ শীর্ণ হয়ে
কুৎসিত বর্ণ নতুবা দুর্গন্ধ ছড়িয়ে
যাচ্ছ তোমরা চিরতরে হারিয়ে।।
আবার আসিবে ফিরে
তোমাদের নীড়ে
জনমানব শূন্য তীরে
নতুবা হাজারো মানুষের ভিড়ে।।
এইতো জীবনের লীলা
আশা নিরাশার খেলা
আমরা ভাবি ফুরাবে না কখনো বেলা
ওরা জানে জীবনের মানে এমন রঙ্গ লীলা।।