----------------------------------
ক্ষুধার্ত মানুষের আর্তনাদ,জীবন বিষাদ,
ঘরে নাই দানা,দুনিয়া কানা,সবারই জানা।


বিলাসী মন,রং-বেরঙের ঈদ আয়োজন,
অপেক্ষা শেষ,শপিং-এ বেশ।


প্রতিবেশী অনাহারে ধুকছে, শপিং কিভাবে হচ্ছে?
স্হায়ী নয় সুখ,ভবিতব্য শোক,হঠাৎ মেহমান দুঃখ।


বিলিয়ে দিলে, মানব সভ্যতার মুক্তি মিলে,
পাশে না থাকে ক্ষুধার যন্ত্রণা,শপিং নেইকো মানা।
-------------------------------------------