সৃষ্টি কর্তার কর্ম সাধন সবারই তটে
ভাল মন্দ সবি তাহার ইশারায় ঘটে।
বিধাতা যাহাকে ডুবাইয়া মারিতে চাই
তাহাকে বাঁচানো কাহারো সাধ্য নাই।
উঠান অতিক্রমে চলিতেছে কুনো ব্যাঙ
এক লম্ফে ভারসাম্য হারে ভ্রম ঠ্যাং।
পতিত হইয়া শঙ্কায় মুক্ত উনুনের তল
মুচকি হাসিয়া চুলায় দিয়া খড়ের দল,
গিন্নী শুধায়, তোকে কে বাঁচাবে তুলি
যেজন করিয়াছে সৃজন, ব্যাঙ এর বুলি।
দৈত্যরানীর ন্যায় দ্রুত হিম্মত দেখায়
আগুন দিতে উদ্ধত হইলো খড়ের গুঁড়ায়।
চেঁচামেচি চারিদিকে বাঁধিয়াছে হট্টগোল
অন্য গোয়ালের রাগী ষাঁড় ছুটিতেছে ভুল।
প্রাণ ভয়ে দৌড়, দিয়াশলাই বাক্স রাখিয়া
অবোধ ছুটিয়া পা রাখিলো চুলায় গিয়া।
ভাঙ্গিয়া খসিলো মাটির রন্ধন আখা
দূর থেকে বিমর্ষ হইয়া গৃহিণীর দেখা।
সুযোগে লাফিয়ে ব্যাঙ উঠিলো ভবে
অবশেষে আপন প্রাণ বাঁচিলো তবে।