তিতাসের বুকে অপরূপ চোখে
সবুজ শ্যামল পাখির কলতান
সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়া
ইতিহাস ঐতিহ্যে অফুরন্ত অবদান।।
আকাশ-বাতাস নদ-নদী গাছপালা
সাজানো গোছানো মহা কাব্যিক ছবি
আহা! কি সুন্দর! মনোরম লীলাভূমি
কত গদ্য পদ্য রচিয়াছে লেখক কবি।।


সুর সম্রাট সাধক- কবি
চাষী-কৃষি আমলা খ্যাতিমান সবি।
শস্য খনিজ চাহিদার যোগান
ইতিহাস দেখিয়া গাহি জয়গান।


অর্থনীতি-রাজনীতি শিল্প - বাণিজ্য
সফল শৌর্য-বীর্য প্রতি যাত্রায়
শিক্ষা -দীক্ষা সৃষ্টির উল্লাস
এমন আর নেইকো তুলনায়।।
আবেগ-অনুভূতি সহমর্মী সহানুভূতি
সহযোগী পদচারণা এমন কোথা না দেখি
নজর কারা তুলিতে আঁকা সবকিছু
মনে হয় যেন যাদুকরের ভেল্কি।।