আজকাল ঘুমালেই কিছু স্বপ্ন দেখি
স্বপ্ন মানেই দুঃস্বপ্ন – যতসব দুঃখী
হতভাগা অসহায় সব মৃতপ্রায়
সব কংকাল সার সব নির্বিকার
নিত্য সঙ্গী তার শুধু অনাহার
শুধু বেদনার ভার যেন বহিবার
তরে জন্মেছে তারা বিশ্ব বিবেক যারা
এখনো দেয়নি সাড়া বিবেকের নাড়া
পৌছেনি তাদের কাছে অপেক্ষায় আছে
লাখ লাখ উদ্বাস্তু – আমেরিকায় ব্যস্ত
নিজেদের স্বার্থ নিয়ে চাতুর্যতা দিয়ে
মানবিকতা পেড়িয়ে তারা যায় এড়িয়ে
মহান দায়িত্বভার – অন্যায় তাড়াবার
সে কাজে পিছনে তারা যেন বিবেক হারা
হাঁকছে পৃথিবী জোড়া অসাম্যের ঘোড়া
বাড়ছে স্বজন প্রীতি ঢাকছে প্রগতি,
পুঁজিবাদের অসংগতি ও ভ্রান্ত নীতি।
রুশ-চীন বলে ঘাতকের দলে
দিচ্ছে মদদ গোলা বারুদ উঠছে পারদ
রক্তের ব্যারোমিটারে জলন্ত হিটারে
পুরছে মানুষ ধরে- মারছে তারে ঘরে
কেন আজ দুঃস্বপ্নের মায়ানমারে ?
এ নিষ্ঠুর পরিহাস জানি- হবে ইতিহাস।