আজ তোমাকে বুঝতে ভুল হয়,
তাই এই যে সংসার নিলয়
সব শুধু এলোমেলো মনে হয়।
আজ তোমাকে দেখতেও ভয় হয়,
তাই কাঁচের আয়নায় কভু নয়
মনের আয়নায় গোপনে দেখা হয়।
আজ তোমাকে বলতে দ্বিধা হয়,
তাই ভালবাসার ভাষায়তো নয়
একান্ত প্রানের ভাষায় কথা হয়।
আজ তোমাকে চিনতেও ভুল হয়,
তাই যখনই থামে বিরহ প্রলয়
মুখখানি মনে আবার আঁকতে হয়।
তোমার নিদারুন এই অবহেলা
তোমার নিষ্ঠুর এই হেলাফেলা
দীপ্ত ঝলমল ঊষালগ্নে
এনেছ রক্তিম গোধূলি বেলা।
তবু শতবার আমি কাছে আসি
গোপনেই বলি ওগো ভালবাসি
ওগো ভালবাসি ওগো ভালবাসি।।