পহেলা বৈশাখের উত্তরাধীকার
                          বোরহান উদ্দিন মিল্টন


কালের সিড়ি বেয়ে ছুটি পায় খন্ড অতীত
বিরতীর রীতি মেনে গেয়ে যায় সময়ের গীত।
অজস্র বেদনা, নগন্য সুখ ভাবনা
হয়ে যায় সত্ত্বা বিষাদময়
বেকয়া খাতায়, ঋণ হিসাবের প্রতি পাতায়
শুধুই গড়মিল হয়।
ভারাক্রান্ত জীবনের রথ, হারিয়ে যায় পথ-হতাশার জোয়ারে
আশার নিস্প্রভ আলো যতটুকু তাও ভালো
পেয়েছি জীবনের খোয়ারে।


একটি বছর দুটি বছর...
এভাবেই কেটে যায় কাল মহাকাল
হাতুরী-সাবাল চালিয়েও পায়না জীবনের সুখ-সকাল,
বছর ঘুরে প্রতি ঘরে ঘরে, কড়া নাড়ে পহেলা বৈশাখ
একবারও কি তাই -একটু ঘোরে যায়
এই জঞ্জালময় জীবনের বাঁক?


নিয়তির নিয়তি মেনে নিয়ে সবার
ভরাতরী হয় ভরাডুবী বার বার
আশার সীমানায় নিরাশা ঘর বাঁধে আবার
এই শুধু পহেলা বৈশাখের উত্তরাধীকার।