বৃষ্টির ফোঁটায় দুহাত ভরা
ঠোঁটের কোনে মৃদু হাসি
নুইয়ে পড়া আচল খানি
মুখেতে মধুর বানী,
"চলো,ভিজবো
শুধু তুমি আর আমি ।"
কাঁচের চুড়ি রিনিঝিনিয়ে
মেহেদি রাঙ্গা হাত বাড়িয়ে
নিয়ে চলে ....
বৃষ্টির মায়াবী মায়ায় ,
কানে কানে বলে
"ভিজবো সারা রাত
শুধু তুমি আর আমি।"
মুখটি তুলেছে আকাশ পানে
বৃষ্টি ছুয়েছে নরম ঠোঁট তার,
বাহু করে প্রসারিত
ডাকছে আমায়,
"এসো ভিজব
শুধু তুমি আর আমি।"