নিস্তব্ধ নগরী, নিস্তব্ধ নিশি
আছন্ন শীতলকালো ঘুমে
নিরবতা পালনে ব্যাস্ত সবাই
চুপচাপ আমিও,
শুনছি সেকেন্ডের পদধ্বনি
আর দেওয়াল ঘড়িটার আর্তনাদ
ভাবছি ভোর হবে
ফুটবে দিনের আলো
দেখবো দিনের প্রথম রবির প্রথম কিরণ
আর শুনবো পাখির কলতান
আশায় রয়েছি আজও..