রাতের নিস্তব্ধ আকাশ দেখা;
                  -আমার বহু পুরনো অভ্যাস!


                 তবে, বিয়ের পর,
আর রাতের আকাশ দেখা হয়নি-


সেদিন, বারান্দায় দাঁড়িয়েছি আকাশ দেখতে,
         হাতে সিগারেট নিয়ে বসলাম চেয়ারে।  
       -আরে একটি তারাও যে নেই আকাশে?


চাঁদের আলোও দেখা যাচ্ছে না;
                 চাঁদও বুঝি নেই!
গোমরা মুখ করে আছে আকাশ,
             - কাঁদোকাঁদো ভাব!


দূরে শহরের বাতিগুলো-
               মিটিমিটি করে জ্বলছে;
একটা দুইটা করে জ্বলে আর নেভে,
               -জন্ম আর মৃত্যুর মত!


এ আঁধারেই হয় নব জীবন সূচনা!
  হয়তো এটাই বাস্তবতা- জানিনা;


                 তবে রাতের এ গোমরা মুখ-
                   বিচলিত করছে আমায়!


ভাবতে বসিয়েছে নতুন কাব্য;
ব্যাস্ত শহরে- দিশেহারা পথিকের মত
শব্দের সাথে আড়িপাতা, সেই আমি!