আমি নির্লিপ্ত হয়েছি আলো থেকে সেই আঁধারে,
যেখান থেকে জেনেছি জীবনের অলিখিত সত্য।


স্বাধীনতার জন্য কতটা ব্যাকুল হয় এ প্রাণ,
কতটা চাঁপা ক্ষোভে চোখ বেয়ে আসে জল।


যেখানে চার দেয়ালের প্রতিটা ইট কথা বলে,
আকাশের নীলও সেখানে লাগে বেদনার রং;
বাতাশ আছে, তবে সেটা শুধুই অবহেলিত।


বন্দী জীবনের নানা আয়োজন, আছে নিয়ম;
আছে খুনি, ডাকাত ও ধর্ষক হরেক আসামী!


আরও কিছু ভাগ্য বিলম্বিত সাধারণ মানুষ,
দেখেছি তাদের কান্না, আক্ষেপ ও হতাশাগ্রস্থ;
না হয়েও তারা অভিযুক্ত নানা মামলা ভুক্ত।


আমাদের দেশের বিচার প্রক্রিয়া ও আইনি ব্যবস্থা,
দুর্ণীতির কাছে জিম্মি; বলতে বাধ্য জাতি লজ্জিত।


সেবার জন্য যাদের রাখা তারাই যখন দেয় থাবা;
ভয় করিনা এখন যদিও আসুক সন্ত্রাসীদের বাবা!


আইনী প্যাঁচে ফেলবে তারা, আছে এ ক্ষমতা;
ভয় করে যদি দেখি একদল পোশাকী লুটেরা।