কবিতার শুরুতে আমার সালাম নিবেন,
লোক মুখে বলে আমি রাতের কবি।
.
কেন জানেন?
আমি রাতকে...
না এখন থাক।
.
বাকীটা আমার কবিতায় পড়বেন
পৃষ্ঠাগুলো অবশ্যই উল্টে দেখবেন
আশা করি সবাই বুঝতে পারবেন
.
কখনও জোছনা ধরে দেখেছেন?
চাঁদের জন্য অপেক্ষা করেছেন?
নির্ঘুম চোখে কি স্বপ্ন এঁকেছেন?
অাঁধারে নিজের ছায়া ছুঁয়েছেন?
.
কবির মনে অজশ্র প্রেম থাকে
আমি রাতেই তা অনুভব করি
তাই বলে আলোতে প্রেম নেই
সেকথা ভাবলে আপনার ভূল।
.
জীবন বাঁচতে আলো প্রয়োজন
তেমনি কবির জীবনে প্রেমিকা।
একজন বাঁধে এই মনের ছবিটা;
আর আমি রাতে লেখি কবিতা।