ভেবেছিলাম তোমার মনের বাড়ি যাবো
স্বপ্ন দেখেছিলাম তন্দ্রাহীন চোখে
পড়ন্ত বিকেলের কথা আজও মনে পরে
কখনও ভাবিনি এতটা দূরে চলে যাবে


কখনও ভেবেছো কি আমার কি হবে?
যে সময়টাতে তোমার দরকার খুব।
না কোন স্বার্থের জন্য নয়!
যে স্বার্থের জন্য তুমি চলে গেছো।


ভেবোনা তোমার আশায় থাকবো আজীবন!
সেই গাধাটি অনেক আগেই মারা গেছে।
মরা কে আর মেরো না, মরা নরবেও না।
সেদিন তো আর নেইরে যখন খুশি নারবি।