নির্ঘুম চোখে রাজপথে
হাঁটছি বাড়ির ঠিকানায়।
গুড়ি বৃষ্টি মাথায় করে,
সোডিয়াম লাইটের পথ ধরে;
নিরব রাস্তায় চলছি একা।


কিছুদুরেই টং দোকান,
রিকশাওয়ালাদের জটলা!
কই যাইবেন মামা?
বাড়ির পথে।
চলেন যাই? ভাড়া দ্বিগুণ!


তবে চলেন যাই;
এমনিতে মধ্যরাতের ভাড়া,
আবার বাড়ি ফেরার তারা;
তার উপর চিন্তিত পরিবার!
করছে বাড়ি ফেরার অপেক্ষা।