আমি শুধুমাত্র সাধারণ একটি কলম;
আমার দাম্ভিকতায় ছড়িয়ে রয়েছে
হাজারো শহীদের রক্তের গরম।


আমি অতি নগন্য; তবে মনে আছে কি?
আমার কালিতেই চুক্তিবদ্ধ হয়েছিলো,
স্বাধীন বাঙলার সার্বভৌমত্ব।


ছোট্ট বস্তু, দামেও কম কিন্তু,
আমাকে অবহেলার সুযোগ নেই!
কারণ আমার দ্বারাই রচিত হয় ইতিহাস।