আলো ছায়ার পথ ছেড়ে
যাবো আমি অচিনপুরে।
দূর আকাশপানে যেয়ে
দেখবো আমি জগৎটাকে!


কেমন করে বৃষ্টি ঝরে?
বাতাশ বহে কেমন করে?
তারা উঠে কিসের জন্যে?
চাঁদ কেন একা থাকে?


যাবো আমি আরশি নগর
জিজ্ঞাসা করবো পরশীকে,
আবেগ যখন বিষাদময়
বিবেক কেন ভারি হয়?