হতাম যদি তোমার ঘরের আয়না,
করতাম না তোমাকে দেখার বায়না।
আয়না যদি হতাম আমি,
রোজ সকালের স্নিগ্ধতায়,
তোমাকে দেখতাম,
অনুভব করতাম।
প্রতিবিম্ব হয়ে পাশে থাকতাম,
প্রতিফলিত আলোয় তোমায় ছুঁয়ে যেতাম।
গোসল শেষে তোমার,
ভেজা চুলের খেলা দেখতাম।
আয়নার সামনে দাঁড়িয়ে,
তোমার খুনসুটি দেখতাম।
সন্ধ্যা বেলার সংঙ্গী হতাম,
ঘুমাতে যাওয়ার আগে,
এলো চুলের রসায়ন দেখতাম।
যদি তোমার ঘরের আয়না হতাম।