ধরো দুজনে দূরে কোথাও হাঁড়িয়ে গেলাম
কলংকিত এই সমাজ থেকে দূরে; বহু দূরে!
যেখানে থাকবে শুধু আনন্দ, প্রেম, ভালোবাসা
থাকবে না কোন অহংকার, হিংসা, লিপ্সা।
যেখানে হাজারো মাইল জুড়ে শুধু নিরবতা!
কথা বলবে শুধু দুজনের স্থবিরতা।
চোখের দিকে তাকিয়ে ভূলে যাবো এ কায়া
এমন দিন কি কখনো আসবে বলো মায়া?
তোমায় মায়া বলে ডাকি; রাগ করবে নাতো?
আমি জানি, তুমি রাগ করবে না।
বরং একরাশ হাসি নিয়ে বলবে
           তুমি আস্ত একটা পাগল।
হ্যা স্বীকার করি আমি পাগল!
কেননা, প্রেমে পড়াটাইতো পাগলামি!
দিনভর ডুবে থাকা, গুন গুন করে গান গাওয়া, মুচকি মুচকি হাসা।
এসব পাগলামির কথা নিছক ভাবতে থাকা।
ভয় করে সমাজের কিছু বৈষম্য রেখা।
তাইতো বলি চলো দূরে কোথাও করি দেখা।