নিভৃতে যখন জ্বলে এই ধুম্রশলাকা,
আঙ্গুলের ফাঁক থেকে ঠোঁটের মাঝে;

অযাচিত ভাবনা কুন্ডলী পাকে
চিন্তাগুলো বাতাশে মিশে যায়!

মস্তিস্কের স্নায়ুগুলোকে শীতল করে,
মাথার জেদ অদ্ভুত নিয়ন্ত্রনে রাখে!

কি আছে এই নিকোটিনের বারে?
কিছু তামাক আর বিষের সমন্বয়!

প্যাকেটের গাঁয়ে ধূমপান মৃত্যুর কারণ,
এজন্য তো অনেকেই করে খেতে বারণ!

নিষিদ্ধ জেনেও নিকোটিনের শ্বাস,
মানুষ বরাবরই এই অভ্যসের দাস!

জীবনের নিয়মে মৃত্যু হবে অনিবার্য;
সাময়িক দুশ্চিন্তা সর্বদা পরিত্যাজ্য।

নিকোটিনের বিষে ফুঁসফুঁসের কুয়াশা,
দিবারাত্রি জ্বলে ধুম্রশলাকার ধোঁয়াশা!