বিরহের কবি হয়নি ক্ষান্ত
হয়েছি শান্ত, ধারণা ভ্রান্ত!
জীবনের ব্যস্ততায় ক্লান্ত,
তাই কবিতাও পরিশ্রান্ত।


বহু নির্ঘুম রাত লিখেছি গল্প,
কি হয়েছে দেখে অযথা কল্প?
যার ভালোবাসা ছিলো অল্প
তার জন্য শত কবিতা সল্প!


এতদিন দেখেছি যত স্বপ্ন
অভিমানী করেছে সব ভঙ্গ!
এত চেষ্টায় ভাঙেনি সে দম্ভ
বারবার ব্যর্থ; হয়েছি নিসঙ্গ।


তারপরেও করি ফেরাবার চেষ্টা
যদিও ভাগ্য লিখে রাখেন স্রস্টা।
তবুও দেখবো নিয়তির শেষটা;
বিরহের কবি বিদ্রোহী হবে না!