মস্তিকের নিউরণের কসম
আবার যদি পুনর্জন্ম হয়,
তবে কবি হয়ে জন্মাবো।


সাম্য প্রেম মানবতার মৌণ যুদ্ধে
ধর্মগ্রন্থ নয় কাব্যগ্রন্থ হাতে নিয়ে
প্রকাশ্যে সেকুলারিজম করবো!


কারও লালসার নিগ্রহের ফসল
সদ্য নাভিচ্ছেদ করা শিশুর মত
পথেঘাটে কেবল কস্ট কুড়াবো।


সমাজের গালি ভৎর্সনা সহ্য করে
-দুই টাকায় কবিতা কবিতা বলে
স্টেশনের মোড়ে হকারি করবো।


তবুও আমি আরেকবার-
আরেকটিবার কবি হবো।