একদা সেই ছেলেটা
এক পা,  দুই পা হাঁটতো
পুরো শহর ঘুরে বেড়াতো।


মনের মানুষের খোঁজে
কত অলি গলি পরিচিত
কদাকার রাস্তার সোঁদা গন্ধ।


চায়ের সে দোকানটাও বন্ধ
বেঞ্চগুলো এখন খালিই থাকে
কত যে ঝগড়া, বেঞ্চে বসা নিয়ে!


কালের চক্রে বেড়েছে বয়স
সেই সাথে বেড়েছে; দায়-দায়িত্ব
সবাই ছুটছে গড়তে নিজের অস্তিত্ব।


সময়ের কাঁটায় ঘুড়ছে সবাই
যে যে যার মত কাজকর্মে ব্যস্ত
সবকিছুই যেন নিয়তির কাছে ন্যস্ত।