কবিতাগুলো বহু পুরনো,
আঁধা ছেঁড়া ডায়েরীতে লেখা;
কি মনে যেন করে বের করলাম-
কত যে লেখা চিত্রকল্প, পঙতিমালা
বুঝলাম না কেন? পড়লাম কয়েকটা।


এখন আর আগের মত সময় হয় না!
লেখা হয় না নতুন কোন কবিতার লাইন;
যে ভালোবাসার মানুষটার জন্য লিখতাম,
সে তো আমার অর্ধাঙ্গিনী রূপে পাশেই আছে।
তাই বলে, ভালোবাসার অক্ষরাদি হ্রাস পেয়েছে?


প্রশ্নের পর প্রশ্ন জমে মনের গহীনে-
সেকেলে মানুষটার আবেগাপূর্ণ কথাগুলো,
বলতে ইচ্ছে করে, ইচ্ছে করে লিপিবদ্ধ করি;
কোন নতুন ডায়েরীর একদম শেষের সে পৃষ্ঠায়-
যে পৃষ্ঠা চাইলেও ছেঁড়া যাবেনা পুরো ডায়েরী ছাড়া!