একটি জ্যোৎস্না রাত।
ধুসর আবাদী ফসল জুড়ে মায়াময়
আলো ছড়ায় মোহময় জ্যোৎস্না।
আমাদের পায়ে পায়ে হেঁটে চলে চাঁদ।
নিশি দিপ্রহরে উড়াই চাঁদের ঘুড়ি,
পাড়ি দেই জোছনার ঝিঙে ক্ষেত।
এখানে ভেজা বরষায় ও ভরা জ্যোৎস্নায়
আলো আঁধারীতে কদমের গন্ধ
কাঁঠালীচাঁপার মত ভাসে।
বাদুরের পাখা উড়ে এসে দূরে মিলে যায়।
তিলের ক্ষেত পাড়ি দিয়ে দেখি বড়াল নদীর ঢেউ।
ভাবি উপোষী চিলের কথা।
আহা! ভাবে ও ভালোবাসায় উভয়ই শুন্যতায় ডানা মেলে
অনাদিকাল এখানে বেঁচে থাকার প্রত্যাশা।