পিঠ গেল আমার রোদে পুড়ে নয়
পিঠ গেল চোখ পুড়ে,
সেথায় বিরান ফসলের মাঠ
লাগাল দখিনা বায়ের কপাট
দূর হল তাই বহু দূরে।
পিঠ গেল আমার রোদে পুড়ে নয়
পিঠ গেল বুক পুড়ে।
সেখানে যত কবিগণ এসে
ছড়াল কাব্য কোকিলের শিস
শিস দিয়ে তাই গেল তারা ঊড়ে,
পিঠ গেল আমার রোদে পুড়ে নয়
পিঠ গেল কপাল পুড়ে।