দংশিল তারে
যে নিত্য অনাহারে।
যার চলেনা দেহ,
তার নেইকো আপন কেহ।
যে পাচ্ছে নাকো খেতে,
সে ভিখ নেয়নাকো হাতে পেতে।
যার সদাশয় দুটি চোখ,
তার হচ্ছে যে দূর্ভোগ।
যার ভোগ লেগেছে পেটে,
সে পথ যাচ্ছে পায়ে হেঁটে
যে সবকিছুতে ভাল,
তার ঘাড়টা কেউ মচকালো।
যার অনেক আশা বুকে,
সে মরছে ধুকে ধুকে।