আমার আলোর ছড়া
           প্রস্তর ভেদ করা
             বুক চাপা অভিমান
               ধুয়ে ধুয়ে চুয়ে পড়া -
        নড়বড়ে কথা নাড়া
           ভঙ্গুর ভেঙে পড়া
             সপ্‌সপে ঘামে ভেজা
               পিচ্ছিল চোর ধরা ,
        হিল্লোল রাগিনীতে
           ফুরফুরে বাতাসেতে
             হলকার আগুনেতে
               তারা হয়ে খসে পড়া -  
        ঘুঘুডাঙা মাঠ পরে
           নিঃঝুম ঘাট পরে
             শ্মশানের শাসানিতে
               শংকায় ভেঙে পড়া –
        আঁধারের কাঁদানিতে
           দৃষ্টির বাধা নিতে
             প্রত্যয়ে দৃঢ় মনে
               নিশ্চয়ে পথ চলা ,
        আমার আলোর ছড়া
           দশ্‌দিশে ছুটে চলা -
             সাহারার পাহারাতে,
             সাগরের ডোবা পোতে –
             আকাশগঙ্গা স্রোতে
               অহেতুক ভেসে পড়া -