ঠাকুর ছিল জম্‌কালো ,
         দেখে সবাই চম্‌কালো -
হাল ফ্যাসানের প্রবল চাপে
         টি আর পি তাঁর খুব ভালো ;
    
দেড়শো বছর পার হল ,
         অমিত যতই ধমকালো -
নিবারণ তাঁর লেখা পড়েই
           বৈতরণী পার হল ।
    
এখন কথায় ভাবগুলো
         লেপ্‌ তোষকে ঠাস্‌ তুলো -
সুখের ভরে গদির প’রে
        ব্যবসা ফাঁদায় মন দিলো ।
    
ব্যক্তি পূজা খুব হল ,
         ভক্তি ভানের জাঁক জোলো -
একলা কেবল বিষ্ণু ঁপূজে
           বলির দশার হাল হল ।
    
তাই এ কথা প্রাঞ্জল -
         ঠাকুর ঠিকই দেয় আলো ,
রবির কিরণ ছুঁইয়ে কেবল
           অবুঝ মনে প্রাণ ঢালো ।