চোখের কোণে অশ্রু ঝরে
বিদায় বেলা মনে পড়ে,
পিতা গেছেন তারার দেশে
ছিলাম অনেক স্বপ্ন গড়ে।
টিয়া পাখির মাথায় ঝুঁটি
খাঁচায় বসে ডাকে মাকে,
জীবন বায়ু উড়ে গেছে
চোখের জলে বিদায় তাকে।
কন্যা আছে আলো করে
ঘরের রত্ন সবাই বলে,
বিদায় তাকে দিতে হবে
এক প্রভাতে বিয়ের ছলে।
কুঞ্জে থাকা লতা গাছটা
ফুলের ভারে নত মাথা,
প্রেমের ছবি আছে মনে
লিখবে সবার জীবন গাথা।
থাকবো সবার চোখের কোণে
জলের ফোটা সিন্ধু হয়ে,
যাব সবার বাঁধন ছিঁড়ে
ভালোবাসার স্রোতে বয়ে।