পূর্ণিমার রুপালী চাঁদ উঠেছে  আকাশে,
চাঁদ দেখে খোকা  খিলখিলিয়ে হাসে,
মা-বাবা সবাই রয়েছে খোকার পাশে,
চাঁদ মামা যদি নিয়ে যায় চাঁদের দেশে?

চাঁদের বুড়ি, ঘুম পাড়ানি কত গল্প আসে,
গল্প শুনতে খোকা খুবই ভালোবাসে।
মন চায় যেতে বেঙ্গমা বেঙ্গমির কাছে,
রূপকথায় কত রাক্ষস রাক্ষসী আছে,
হয়তো তারা ঝুলছে এ গাছে ও গাছে।
পঙ্খিরাজে খোকা  ছুটবে দিকে দিকে,
এই বুঝি রাক্ষসেরা ধরলো গলা ছেকে।
বড় হয়ে খোকা দিবে পাড়ি চাঁদে,
বিদায় জানাতে উঠবো মোরা ছাদে।