পাহাড়  ছুঁয়ে  যাচ্ছে মেঘের ভেলা,
গাছে গাছে পাখিরা করছে  খেলা,
পাহাড় জুড়ে রয়েছে সবুজের মেলা,
মনোরম দৃশ্য দেখে কেটে যায় বেলা।
পাহাড়ের কোল পশু পাখি গাছে ভরা,
এক অপূর্ব সৌন্দর্য ছবিতে দেয় ধরা।
পাহাড়ের কোলে পাইন গাছের সারি,
দাঁড়িয়ে আছে, সবাই যেন অতন্দ্র প্রহরী।
সূর্যের আলো গহন বনে  আলো-আঁধারি,
সূর্যমামা মেঘের কোলে খেলছে লুকোচুরি।
আঁকাবাঁকা সর্পিল পথে রমণীরা চলে,
মাথায় নিয়ে ফলের ঝুড়ি, শিশু কোলে।
পাহাড়ে পর্ণ কুঠিরে পড়েছে মেঘের ছায়া,
শীতের কাঁপুনি, পরশে হিমেল হাওয়া,
দাওয়ায় রমণীরা পাচ্ছে রোদের ছোঁয়া।
শুভ্র জলরাশি নামছে পাহাড় বেয়ে,
কল কল ছন্দে সুমধুর গান গেয়ে,
নদী রূপে মিশবে সমুদ্রে সমতল হয়ে।