সব শিশুদের স্বপ্ন থাকে
করবে লেখাপড়া
উচ্চশিক্ষায় মানুষ হয়ে
নিজের দেশটা গড়া।


অভাব এসে যখন তাদের
কড়া নাড়ে দ্বারে
বই খাতা সব ছুড়ে ফেলে
বোঝা তুলে ঘাড়ে।


যেই বয়সে ছোট্ট শিশু
মাঠে করে খেলা
সেই বয়সে কায়িক শ্রমে
কাটায় সারা বেলা।


বড় লোকের টাকার কাছে
আইনে দেখে ধাঁধা
শিশু শ্রমিক খাটায় যারা
দেয় না তাদের বাধা।


যেই বয়সে শিশুর হাতে
থাকার কথা বই
সেই বয়সে মাথায় বোঝা
সুশীল সমাজ কই।


আইনে আছে শিশুশ্রম
বন্ধ করতে হবে
মুখে মুখে বলছে সবাই
প্রয়োগ হবে কবে!