চাঁদসীর ডাক্তার
মনসুর আখতার
পাশ করা সদ্য/
নাকে নেয় নস্যি
স্বভাবেতে দস্যি
বজ্জাতের হদ্দ/
অর্শের রোগী ঠিক করে
নিতম্ব কিলিয়ে
ভগন্দর ফিসচুলায়
কেঁচো দেয় গিলিয়ে
লোকে বলে উন্মাদ সে বদ্ধ/
ক্রমে দেখে তার হালচাল
সব্বাই ক্ষেপে লাল
ভাবে কি করে করা যায় জব্দ/
অবশেষে আষাঢ়ের বিশেতে
দিনের শেষেতে
পেড়ে ফেলে ঘাড়ে দিয়ে
গোটা দুই রদ্দ/
এখন ডাক্তারি বাদ দিয়ে
কবি হবার সাধ নিয়ে
লিখে যায় শুধু পদ্য।