দিন যায় তাহারই ভাবনায়
উঁকি দেয় মন পাবার তাড়নায়,  
তার চির দেখা;
বক্ষ গভীরের সিংহাসনে চিরতরে যারে বসিয়ে রাখা ।  
দীঘির জলে কনক খেলে
তুমি ছুঁয়েছিলে বলে না জানা ছলে  
আঁধার রাতে হয়ে আলো, হৃদয় মিলনে আরো জমকালো,  
বাসিলে ভালো ।  কাউকে বাসিলে ভালো …


একটু কথার মিষ্ট ছোঁয়ায়
চক্ষু ভরে যায় আবেশ ধোঁয়ায়,    
বাতাস বয়ে যায়, কয়ে যায় এসে কানে কানে  
হৃদয়ের সূর হয়ে বাজে তা সারাদিন গানে গানে ।
জানাতে তারে এমন অনুভূতি
করছে মন কত যে মিনতি,    
ভুলিল ও যে সব ভুলিল; কি বা সাদা আর কি বা কালো,  
বাসিলে ভালো ।  কাউকে বাসিলে ভালো …


নাচছে মন সদা সর্ব ক্ষণ
উপরে ভূমি কখনো বা নিচেতে গগন,  
সকাল গড়িয়ে কখন দুপুর বিকাল
নেই গো খেয়াল সেদিকে নেই গো খেয়াল ।  
উড়েছি কোথায় অচেনা দেশে
শুরু যেখানে দেখি হয়না শেষে  
করেনা হিসাব ও মন ভুলো, কতটা দিলো আর কতই বা পেলো,  
বাসিলে ভালো ।  কাউকে বাসিলে ভালো …