আমি তো চাইনি শিরোনাম হতে
মাঝরাতে খবরের মণিপাতায়,  
সাড়ম্বরহীন পীত লোহিত মেঘের তলে
সবাইকে নিভিয়ে নিজেরা জ্বলে
ব্যত্যয় ঘটলে, কালোচোখী ‘র দেমাগ !  
ঘাসফুলের শব চেরাগের পরাগিত বিরাগ
ওরাই তো বয়ে নিয়ে যায় –  
মস্তকহীন সুডৌল কাঁধেতে চড়ায়;    
দু ‘চারটে শিরোমাল্যের কুঁড়ি যদি যায় ও ছিঁড়ে  
তবে আমার কি দোষ,  
অভিকেন্দ্রের অকারণ বিমুখতায় ?


আমি তো যাইনি পরিণাম পেতে
নয়নসুখ কুড়াবার মিছে আশায়,  
দিব্যসুন্দর কপটবেশে, দৃষ্টির দুষ্ট ছলে
সবাইকে জমিয়ে নিজেরা গলে
আততায়ী হলে কামনার চেরাগ !
বাসমতীর সুবাসে ছিটিয়ে দেয়া সব রাগ  
ওরাই তো কয়ে দিয়ে যায় –
ছিদ্রবিহীন শ্বেতপদ্মময় কর্ণিকার জানালায়;  
দু ‘চারটে মহামন্ত্রের শূল যদি ভুল ও পড়ে
তবে আমার কি দোষ,  
গ্রহপুঞ্জের আগ্রাসী কামুকতায় ?