আবার এলাম চেনা পথে
অচেনা এক পথিক হয়ে,  
আবার পেলাম সাথী সাথে
আগের চেয়ে অধিক ক্ষয়ে ।


আমি আবার যে জাগলাম মাঝরাতে
ভুলে থাকার সে ভুলগুলো শোধরাতে,  
চুপচাপের চাপাচাপিতে;  
মাপকাঠির মাপামাপিতে...
এলো না শান্তির সান্ত্বনা !
গেলো না ভ্রান্তির মন্ত্রণা  
না জানি কিসের জড় ভয়ে ?


আমি আবার যে দেখলাম ঘুরে ফিরে
সত্য নামক সে দানবের বুক চিড়ে,
হতাহতের আহত ভিড়ে;  
মতামতের মোহিত নীড়ে...  
চলে না বেদনার বন্দনা !
বলে না চেতনার চন্দনা
না জানি কিসের চড়া দায়ে ?    


আবার কোন অচেনা পথে  
পাথুরে সব সড়ক ধেয়ে,  
আবার হয়ত চেনা রথে
মিলবে সুখ; দুঃখ পেয়ে ।