পুরনো পণ ছেড়ে শোনো ও বন্ধু
আসলে কি আছে?
শুনতে তো শোনাই যায়
ঢের তাঁর কাছে ।
চক্ষু বন্ধনী নামিয়ে, অলীক ক্রন্দন থামিয়ে
ভালো করে চেয়ে দেখো;  
ঐ দূর দূরান্তে দাড়িয়ে, অন্ধ আবেগ তাড়িয়ে...
এবার বলো দেখি, বোলতার হাটে –  
আসলে কি আছে?
চললে তো চলাই যায়
আঁধারের পাছে...
দিনের আলো বুজিয়ে, নকল আলো খুঁজিয়ে
কিছু পেলে তবে রেখো;  
যত্নে হিসাব খাতায়, বকেয়া জীবন পাতায়...
না হলে যে কেউ জানবে না
পাতা নেই গাছে,
শুনতে তো শোনাই যায়
ঢের তাঁর কাছে ।