যা চেয়েছে এ মন সারাক্ষণ আনমনে
অধীরে চেয়ে অম্লান উঠোনের গায়ে,  
জানলায় দাড়িয়ে হারিয়ে ফেলা
জমে ওঠে স্মৃতির পুষ্পল মেলা
নিদ্রার নদীতীরে...  
বিচরণ যেখানে তোমার চরনের অতি গোপনে ।


খুশীর সঙ্গে দুলেছে অঙ্গ, নাচছে নূপুর পায়
নেই যে খবর তুমি ছাড়া, কে আসে কে যায় !
অতিথি বেশে স্বপ্নের দেশে,
কতো ইচ্ছে ভয় পাচ্ছে
তবু অবিরাম গান গাচ্ছে
আলোময় তিমিরে...
ভুলে যাই যে ভাঙবে সকল, সকালের ভাঙনে ।  


এ কেমন অসাড়তা এসেছে করিৎকর্মা মনে ?
চাওয়া গুলো সব চেয়ে আছে আমারই পানে,  
বোঝে না ওরা কিছুতেই বোঝে না
ঠিকানা দিলেও ঠিকঠাক খোঁজে না  
মনের সে মাঝিরে...
যার আনাগোনার দিন গুনে যাই কারণে অকারণে ।