ঐ বুঝি এসে গেছিল আবার ঝড়  
ভীরু চিত্তে গড়া বিত্ত কাঁপছিল থরথর!  
সকাল তো আসে সকলের জন্য
দিনের মানুষ কেউ রাতে হিংস্র বন্য,  
বিনিদ্র চোখে জাগে রুদ্রের মূর্তি
তলাহীন ঝুড়িতে ফুল ভরে কতো ফুর্তি!
দিনেতে নিভিয়ে রাতে জ্বলায় তারা
দোষ কি তাঁদের নয় এ পথ দেখিয়েছেন যারা ?  

বিনয়ী মনে আদিহীন অনুনয়  
অনাহূত ক্ষণে নিবিড় নির্জনে পড়ে রয়,  
কে দেখে, কে শেখে, কে কতোটা পায়?
মুক্তির তল্লাসের উল্লাস ধ্বনিই শুধু শোনা যায় ।
সবেগে ধেয়ে আসা আবেগের প্রশ্রয়
বিজয়ের বাতি জ্বালাতে আড়ালে অসত্যের আশ্রয়;
বেঁচে থাকা এখানে গোপনে গোপনে
শুধু মরতে হয় নড়ে চড়ে সকলের সামনে ।