আশার প্রদীপ বুঝি এই গেলো বুজে,  
  স্বীয় স্বার্থের মাঝে সান্ত্বনা খুঁজে;  
   বয়ঃপ্রাপ্ত আজ হামাগুড়ি দেয়া ভ্রম
কে বলবে সে কথা ওগো কে দেবে শরম?
কি প্রয়োজনে এ প্রকাশিত আয়োজন?
  ফন্দির অভিসন্ধি, নেই বিরাগভাজন ।  
কদাকার মন ঢাকে না তো গাত্রাবরণ
নীতির বাহুডোরে দেখি ভীতির আবরণ!  


জমাট বিস্ময়ে ভরাট মনের সরণি
থেকে থেকে আসে হঠাৎ গর্জনধ্বনি,  
   থরথর সরোবর কম্পিত মরাল
  চমকেই ভয়ানক চমকেই আড়াল ।
কোমল মাত্রায় জমলো যাত্রার নীলসিন্ধু
হুঙ্কার আছে ভীত কণ্ঠে, যেন সাগরে বারিবিন্দু ...
বন্ধ হবে সব হাস্য কলরব মৃগবধূর ব্রজে
  আশার প্রদীপ বুঝি এই গেলো বুজে।