ওগো আমার রবীন ঠাকুর
কালকে তুমি এসো ,
অনেক স্বপ্নে গড়া আমার
ছেঁড়া কাঁথায় বোসো।
আহার্য যা কিছু আছে
শুদ্ধ শিষ্ট নয় ,
তবুও তোমায় নিবেদনে
আমি অকুতোভয় ।
শোনাব গান গলা ছেড়ে
এমন কণ্ঠ কই ?
তবুও তোমার আগমনে
আমি মুগ্ধ হই ।
সূয্যি মামা আগের মতোই
প্রভাতকালে হাসে ,
ফিসফিসিয়ে কানের কাছে
বলে 'দেখ কে আসে' !
সত্যি আমি অবাক হয়ে
তোমায় শুধু দেখি ,
গঙ্গা জলে গঙ্গা পূজা
কেমনে হয় লিখি ।
তুমি একটা বিরাট তারা
শুধুই আছো দূরে ,
তাইতো এত মিষ্টি আলো
এ প্রাণ সমুদ্দুরে ।
শব্দ মালায় তোমায় সাজাই
রবীনঠাকুর ওগো
ভক্ত প্রানের হৃদয় জুড়ে
একটিবার তো জাগো !