আমরা কজন পাড়ার ছেলে মিলে
ছেলেবেলায় চড়ুইভাতি খেলা ,
মায়ের কাছে ধার করে সব নিয়ে
চলে যেতাম জোড়া দীঘির বিলে ।
জমির ফসল একটি দুটি তুলে
খেলার অস্ত্রে ভিন্ন ভিন্ন হত
তার পড়তে মিশে তেলে জলে
খড়ের জ্বালে হতো সিদ্ধ মতো ।
শীতের দিনে মাঠের মাঝে বসে
কলার পাতায় মুড়ির সাথে মেখে
বন্ধু সাথে খেতাম ভালোবেসে ।
আজ তো সেই চড়ুইভাতি নাই
কড়া রুচি বিদায় দেছে তারে
ন্যুব্জ হয়ে স্মৃতির কঠিন ভারে
চড়ুইভাতির গল্প বলি তাই ।