স্মৃতির পাহাড় সরাতে ভারী সুখ
পুরানো বই , ভাঁজে ঝাউএর পাতা
গাছটা কোথায়? পাতাটা আছে বেঁচে
পাহাড় চূড়ায় নিখুঁত তোমার মুখ ।


মুখটা কেমন আবছা স্মৃতি মাখা,
বোধই গড়ে প্রতিমা একখানা
খাতায় লেখা একটা শুধু নাম
আলতো ভাঁজে সিন্ধুকেতে রাখা ।


সময় শুধুই নিয়ম ভেঙে চলে ,
বৃক্ষকাণ্ডে অতীত বলয়রেখা
যুবক হারায় দুটি চোখের মায়ায়,
জগৎ ভাসে প্রেমের পরিমলে ।


স্মৃতির মায়া বিশ্ব ভূবন ময়
শীতের বুকে গ্রীষ্ম উপস্থিতি
ঝরা পালক ওড়ার কথা বলে
অতীত তুমি এখনও বিস্ময় ।