জাদুকরী মুকুর ফেলে গেছে
সেই মুকুরে ইচ্ছা মত চোখ,
শব্দবহ অকারণে থেমে
অবাক চেয়ে ভালোবাসার লোক ।


মনিহারা সন্ধানে উন্মুখ
হৃদয় হল সর্ব বৃহৎ ধন,
থাকে না তো অন্ধ ঘরের কোণে
চতুর্দিকের আলোয় সমর্পণ ।


সংঘারামে বৌদ্ধ ভিক্ষুক
নগর পথের নটির পূজা করে,
ভালোবাসার খেয়ালে বিস্ময়
না-বসন্তেও পলাশ গাছে ধরে ।


রাজদণ্ডে আইন অব্যাহত
ভালোবাসা বৃদ্ধাঙ্গুষ্ঠ ছোঁয়,
পিছল মাছের গায়েতে কর্দম
হৃদয় ক্রমে পরিণতই হয়।


না জানা এক অনুভূতির চলন
গভীর থেকে গভীরে যার পথ
সম্ভবনাই রক্ষা করে সব
হৃদয়াবেগ ছোটাক বিজয় রথ ।