আজ আমার মন বড় উদাসী
সুনিপা চ্যাটার্জি


শাকি পেয়ালা ভরে মনিরা দাও
আজ আমার মন বড় উদাসী ।
হাজার তারার সমারোহে আকাশ উদ্ভাসিত
আমাকে কাঁটার মতো বিচ্ছেদ,
  চাঁদ,  তুমি আজ মেঘের আড়ালে যাও
আজ আমার মন বড় উদাসী ।
তোমার হাতের চুড়ির শব্দ,
পায়ের নুপুরের কিঙ্কিণী,
আমার হৃদয়কে আন্দোলিত করেছে,
ও সুন্দরী, মুখের উপর থেকে ওড়না সরাও,
আজ আমার মন বড় উদাসী ।
  আজ আমি প্রিয় বান্ধবীর বাক্যবাণে জর্জরিত,
আমাকে ছেড়ে ধরেছে সে অন্য হাত,
  হে বন্ধু তুমি তো একবার হাসো ,
আজ আমার মন বড় উদাসী  ।
প্রতিজ্ঞা করছি আর ধরবো না কোন হাত,
একাই বাইবো  জীবনের তরী ,
চাইলে তুমি বিষ পেয়ালা দিতে পারো আমায়,
আজ আমার মন বড় উদাসী ।


স মা প্ত