সন্ন্যাসীর পরিচয়
সুনিপা চ্যাটার্জি


মুণ্ডিত-মস্তক কপালে তিলক
সন্ন্যাসীর পরিচয় নয়,
গেরুয়া বস্ত্র গলে রুদ্রাক্ষ
সন্ন্যাসীর পরিচয় নয়,
হাতে কমুন্ডল পায়ে খড়ম
সন্ন্যাসীর পরিচয় নয় ,
উচ্চকণ্ঠে সংগীত বা বিভিন্ন সোশ্যাল
  মিডিয়ায় ব্যস্ততা
সন্ন্যাসীর পরিচয় নয় ।


তাহলে সন্ন্যাসী কে
ঈশ্বরের নাম নিতে  
যার চোখে আসে জল,
দুঃখী ও আর্তের সেবায়
যে নিবেদিত প্রাণ,
অসত্য থেকে শত হস্ত দূরে,
অধর্ম যে জীবনে কখনো করেনি,
চলার পথ যার আয়নার  মত মসৃণ,
জীব মাত্রকেই যে  রক্ষা করার জন্য প্রস্তুত,
নিঃস্বার্থ ও নিষ্কাম ভাবে যে  কর্ম করে,
পরিবার ও সমাজের মধ্যে থেকে ও
যে সব সময় ঈশ্বরের চিন্তা করে,
তার সমস্ত কাজ ঈশ্বরের ইচ্ছায় বলে যে  জানে
মানুষের মধ্যে ভগবানের উপস্থিত বলে যে মানে
সে হলো সন্ন্যাসী ।
  গৃহী জীবনে কিছু আছেন সন্ন্যাসী,
কিন্তু সন্ন্যাসী বেশে রাক্ষস ও আছে
আমাদের সমাজে,
তাদের থেকে সাবধান ।