বছরের শেষ দিন, (৩১ শে ডিসেম্বর)


সুনিপা চ্যাটার্জি


আজ বছরের শেষ দিন ,
জীবনের আয়ু কমে গেল আরো এক বছর,
সূর্য বসেছে পাটে করে, পশ্চিম আকাশে রক্তিম ।


ছিল অনেক আশা, পাবার, দেবার, নেবার, হবার ।
পুরন হয়েছে তার নাম মাত্র ।
অধিকাংশ রয়ে গেছে অধরা ।
নতুন আশা, নতুন করে  করতে হবে নতুন বছর ।


যেদিন গুলি চলে যায়, তাকে না যায় ধরা,
যে মুহূর্ত বয়ে যায়, তাকে যায় নাকো ফেরা ।
সুখের স্মৃতি রয়ে যায় , মনের মনিকোঠায়,
দুঃখের স্মৃতি সতত নিয়ে আসে নয়ন ভরা অশ্রু বেদনায় ।


কি দরকার হিসেব নিকেশ করে,
কি চেয়েছি, - কি পাইনি,
কি হারিয়েছি, - কি  খুঁজিনি,
কি করেছি, - কি ছেড়েছি,
কি পেয়েছি, -  কি দিয়েছি ।


যা গেছে তা যাক, যা আসছে তা স্বাগতম ।
পুরানো গেছে,  নতুন আসছে ।
অতীত গেছে, ভবিষ্যৎ আসছে ।
প্রবীণ গেছে,  নবীন আসছে ।


আজকের পৃথিবী ওদের,
ওদের হাতে দিতে হবে ছেড়ে  
ভবিষ্যতের চাবি ।
বাঁচুক ওরা নিজেদের মত করে ।
জীবনকে জানুক নিজেদের পায়ে দাঁড়িয়ে ।
উজ্জ্বল হোক ওদের ভবিষ্যৎ
মজবুত হোক ওদের পায়ের মাটি
দৃঢ়  হোক ওদের প্রত্যয়
অবিহিন্ন হোক ওদের বন্ধুত্ব, সামাজিক বন্ধন


ওরা লড়াই করতে শিখুক,
জীবনের প্রতি ওঠাপড়ার সঙ্গে ।
ওরা চিনতে শিখুক নিজেকে,
নিজের বুদ্ধি, বিবেক, বিবেচনাকে ।
ওরা জানতে শিখুক ভালো-মন্দের প্রভেদ,
ন্যায়-অন্যায় পার্থক্য ।
ওরা বুঝতে শিখুক ধর্ম ও অধর্ম ,
সত্য – মিথ্যা,  নীতি – অনীতি, ন্যায় -  অন্যায় ।
আজকের ওরাই পারবে  কালকের
নতুন সূর্যকে,  নতুন ভাবে, নতুন করে তুলতে ।


স মা প্ত