হে বিধাতা,
তোমার কাছে যেতে চাই আমি,
পূষ্পার্ঘ  অর্পণ করতে চাই।
কিন্তু তোমার কাছে যেতে যেয়ে দেখি,
পথের দু ধারে হাহাকার পরে গেছে,
তাদের ব্যাকুল হৃদয় আমাকেও যে
ব্যাকুল করে তুলেছে।


তুমি নিরব চেয়ে আছো,
শুধু দেখো মোরে।
একটুও চাও না মোর কাছে।
আমি টলে পরি পাছে
তবুও তুমি যেনো চুপ।


আমার কাছে তো কিছুই চাও না তুমি,
তবুও তোমাকেই যেনো দিতে চাই মন।
কিন্তু পথের দুধারে যারা চায়
তাদের যে কীভাবে ফিরায়?


হে সর্বশক্তিমান,
করুণা করে এগিয়ে এসো
পথিকের চলার পথ দীর্ঘ করো না
আমার শূন্য হাত‌ও আজ ভারি হয়ে আসে।