পূর্ব আকাশে সূর্য হাসে
ফড়িং নাচে দূর্বা ঘাসে,
ঐ শোনা যায় পাখির ডাক
আজ বদ্ধ ঘরে আমি নির্বাক।


হলুদ পাখিটি রং বদলায়
দেখছি তাকে কল্পনায়,
লেকের জলে পদ্ম ভাসে
আঁকছি আমি আল্পনায়।


যার ইচ্ছে নেই,
সেওতো দেখছে তোমার সাজ
হঠাৎ তারা একটু দেখেই,
হাজার মন্তব্যে গড়ছে পাহাড় আজ।


আর আমি এই বদ্ধ ঘরে আছি পরে,
তবুও মন যে আছে তোমার তরে।
আর কটাদিন সবুর করো
আমিই তোমাকে বাঁধবো ডোরে।