আধ খানা পথ পার হয়ে আজ  স্মৃতি-সম্বল বাঁচা
দর্পণে ভাসে কত শত মুখ কিছু পাকা যার কিছু কাঁচা
কিছু ছোটবেলা কিছু বড় বেলা হাজার ছবির ভিড়ে
দুর্গা পূজায় মামার বাড়ী মন নিয়ে যায় কেড়ে-
নিশুতি-রাতের বুক চিরে সেই ভোর আগমনী গান
কয়লা-ধোঁয়া রেলগাড়ি আর বুকে ভালোবাসা টান
শিউলি তোলা ভোর সকালে ঢাকের বাজনা ঘিরে
বাঁধ-ভেঙে মন ঝরত খুশি কাশ-পুকুরের পারে
ভোগের থালা পঙক্তি ভোজন হাজার ভিড়ের মাঝে
মন হারাত একটি চোখে সন্ধ্যারতির সাঁঝে
নবীন বয়স নতুন পোশাক হঠাৎ পরিচয়
অনামিকায় মন হারাবো এই ছিল প্রত্যয়
দিদির সঙ্গে জমত লড়াই অঞ্জলি ফুল ছুঁড়ে
বিসর্জনের সিঁদুর খেলে দিদিও গেল দূরে
মনকেমনের ভালোবাসা খারাপ-বাসা ঘিরে
গহন মনের আকুল স্মৃতি জমছে স্তরে স্তরে
আজ যদি ফের নীলপাখি সেই ফিরত অচিন পুরে
হলুদ মন কি সজীব হত অকাল-বোধন ভোরে !?